অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিভিন্ন মহল দাবি করছে যে, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে। এটি একটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই, এই দাবি সত্য নয়।
মঙ্গলবার (২২ জুলাই) উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেইজে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের নাম-পরিচয় যাচাইপূর্বক তালিকা প্রস্তুত করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ নিখোঁজ থাকলে অনতিবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখনো কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথিপত্র থেকে যাচাই করে দেখা হচ্ছে।
তিনি সকলকে অনাকাঙ্ক্ষিত গুজব ও বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং দৃষ্টিনন্দন সহযোগিতার পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।