শরীয়তপুর সদর হাসপাতালের টয়লেট থেকে বাবু বেপারি (৪০) নামে এক রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ জুলাই) সকালে হাসপাতালের তৃতীয় তলার গোসলখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।বাবু বেপারি বরিশালের মুলাদি উপজেলার তয়কা সেলিমপুর এলাকার আলী বাপারীর ছেলে। গত বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।এরপর ওইদিন রাত ১টার দিকে তিনি হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ হন।
সদর হাসপাতাল নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১১ জুলাই) বাবু বেপারি অসুস্থ হলে তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরদিন বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল।ওই দিন দিবাগত রাত ১টার দিকে বাবু বেপারি টয়লেটে যাওয়ার কথা বলে বের হন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। বাবুর সঙ্গে থাকা তার মা রোকেয়া বেগম (৮০) নার্সদের বিষয়টি জানালেও তারা খোঁজার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। পরে তার মা রোকেয়া দিশেহারা হয়ে ছেলেকে খুজঁতে পরদিন শুক্রবার (১২ জুলাই) গ্রামে ফিরে যান।তখন খবর পেয়ে অন্য স্বজনরা সদর হাসপাতালে ছুটে যান। তারাও বাবু বেপারির কোনো সন্ধান না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। এরপরও তারা কোনো সহায়তা পায়নি। এরপর আজ শনিবার (১৩ জুলাই) সকালে হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ওয়ার্ডের গোসলখানায় এক ব্যাক্তিকে পড়ে থাকতে দেখে নার্সদের জানান অন্য এক রোগী। তখন বাবুর স্বজনরা ওটা বাবুর লাশ বলে সনাক্ত করেন।দায়িত্বরত নার্সরা বিষয়টি পালং মডেল থানার পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।