আজ (১৭ মার্চ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে একাধিক উপকেন্দ্র রাখা হতে পারে।
কৃষি গুচ্ছের ওয়েবসাইট থেকে জানা গেছে, ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৭ এপ্রিল। ভর্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
আরও জানা গেছে, কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।