জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গের দায়ে দুইজনকে আটক করা হয়েছে। এসময় পরীক্ষা কেন্দ্রের পাশেই খোলা রাখা একটি ফটোকপির দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই অভিযন পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পাশেই খোলা ছিল একটি ফটোকপির দোকান। এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা অমান্য করে দোকানটি খোলা রাখা তা সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে প্রশাসন।
ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে হলে সবাইকে আইন মেনে চলতে হবে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে এর আগে বুধবার কিছু নির্দেশনা জারি করে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশেপাশের ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশনায়। তাছাড়া ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।