ঢাকার পুরনো স্কুলগুলোর মধ্যে অন্যতম ঢাকা কলেজিয়েট স্কুল।আজ শুক্রবার (২৫ জুলাই) স্কুলটি উদযাপন করলো ১৯০তম বর্ষপূর্তি উৎসব। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৮৩৫ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজন ছিল আনন্দ ও আবেগে পরিপূর্ণ।
উৎসবটি আয়োজন করে ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই এসোসিয়েশন। সকাল ৯টা থেকে প্রাক্তন ছাত্রদের আগমনের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণাঢ্য র্যালি, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা টি-শার্ট পরে গর্বিত ইতিহাসের প্রতিনিধিত্ব করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও খ্যাতনামা পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
১৯০ বছর ধরে ঐতিহ্য ধরে রাখা ঢাকা কলেজিয়েট স্কুলের নতুন ভবন নির্মাণে শিক্ষা উপদেষ্টার কাছে মডেল পাঠানো হয়েছে বলে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী ফেরদৌস আহমেদ রিয়াদ, প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ খান, এবং এলামনাই এসোসিয়েশনের মহাসচিব মোঃ হারুন-অর-রশিদ।