নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে ইসিতে। প্রথম ধাপে আমন্ত্রণ জানানো হবে সুশীল সমাজ ও শিক্ষাবিদদের।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সংবাদ সম্মেলন সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের দিয়ে শুরু হবে এ সংলাপ।
নির্বাচনী আচরণবিধিমালা এবং আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে কমিশনে সেই তালিকায় শাপলা প্রতীক নেই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এনসিপিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনের কাছে।
তিনি আরও বলেন, সংশোধিত প্রতীকের তালিকাতে শাপলা না থাকায় এনসিপি পাচ্ছে না এ প্রতীক, বিকল্প প্রতীকের আবেদন আহ্বান জানানো হয়েছে তাদের কাছ থেকে। তবে যেসব প্রতীক কমিশনের রয়েছে ওইসব প্রতীকের মধ্য থেকেই চাইতে হবে।
এর আগে ২২ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের নিবন্ধন এবং একইসাথে দলের প্রতীক শাপলাও পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জানা যায়, অনেকেই দাবি করেছেন বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা। সেটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। তবে এনসিপি বলছে, তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে।
এর আগে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন কমিশনের সম্মতির পর আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে ২৮ সেপ্টেম্বর সংলাপের বিষয়ে অনুমোদন চেয়েছি। সম্ভাব্য এ সময় থেকে সংলাপ শুরু হয়ে ধাপে ধাপে অন্যদেরও আমন্ত্রণ জানানোর বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন। তবে এবারের সংলাপে আলোচ্যসূচি কী নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে জানানো হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর ধারাবাহিক সংলাপ চলছে। এ কমিশনের মেয়াদও রয়েছে ১৫ অক্টোবর পর্যন্ত।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে চলবে এক থেকে দেড় মাস পর্যন্ত।
জানা যায়, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকায় অক্টোবরে দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে ইসির।
ইসি কর্মকর্তারা বলছেন, সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে। সংলাপসূচি নির্ধারণের অন্তত সপ্তাহ বা ১০ দিন আগে দলগুলোকে চিঠি (আমন্ত্রণ, কতজন প্রতিনিধি আসবে, লিখিত মতামত) পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় রেখে অক্টোবরজুড়ে দলগুলোর সঙ্গে সংলাপ চলতে পারে।
উল্লেখ্য, এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের এটি হবে প্রথম সংলাপ আয়োজন। নির্বাচনী আইনি সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ ভোট সম্পৃক্ত সার্বিক বিষয় এ সংলাপে স্থান পাবে।