ময়মনসিংহ সদর উপজেলায় জমির মালিকানা উদ্ধার করতে গ্রাম শালিসের সফল আয়োজন।
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ বাজারে অবৈধভাবে ভোগদখলকৃত আনুমানিক ২ কোটি টাকার জমির মালিকানা উদ্ধারের জন্য গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চরাঞ্চল হাসপাতাল সংলগ্ন খোলা মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা ও গ্রাম শালিস।
স্থানীয় নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই শালিসে দীর্ঘদিনের জমির জটিলতা ন্যায়বিচারের মানদণ্ড দিয়ে সমাধান করা হয়।
এতে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সচেতন নাগরিক হিসেবে পরিচিত কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মনে রাখার মতো অবদান রেখেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ আবু হানিফ সরকার, সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক জনাব মোঃ সোলাইমান কবির, এবং বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ মান্নান হাজি।
শালিসে অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন সাবেক পরানগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মোঃ আলী আজগর (অবসরপ্রাপ্ত শিক্ষক), অবসরপ্রাপ্ত প্রফেসর জনাব মোঃ আব্দুর রশিদ, ৪বারের সাবেক বোরেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন হানু, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জনাব মোঃ বিল্লাল হোসেন, এবং ৩বারের সফল সাবেক ইউপি সদস্য জনাব মোঃ গোলাম আব্বাস বাবুল।
শালিসের উপস্থিতিতে বেশ কিছু অনুমোদিত দলিল লেখক ও আইনজীবীও ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জনাব মোঃ জামশেদ সরকার, জনাব মোঃ হাসান সরকার, এবং জনাব মোঃ আব্দুল্লাহ আল মাছুম সহ আরও কয়েকজন সনামধন্য ও দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সম্মানিত ব্যক্তি বর্গ। তারা জমি সংক্রান্ত কাগজপত্রের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
যাচাই-বাছাইয়ের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা জমির প্রকৃত মালিক বীর বওলা সরকার পক্ষ সঠিক মালিকানা ফিরে পায়। অপরদিকে, অবৈধ দখলদার বাহিনী দীর্ঘকাল ধরে জাল দলিল উপস্থাপন করে জমির দখল করে রাখছিল, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
গ্রাম শালিসের ফলাফল হিসেবে উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত বিচারকগণের উপস্থিতিতে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায়, বঞ্চিত পক্ষের মালিকানা সনাক্ত হয়। ফলে গ্রাম্য শালিসের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি হলো যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় সঠিক ও কার্যকর বিচার সম্ভব।
এই সফলতা শালিসের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ন্যায়বিচারের প্রতি একটি নতুন আশার সঞ্চার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তথ্য প্রদাণ করেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জনাব মোঃ রায়হান তানভীর।