২৩/০২/২০২৫ হাজী মুসলিম উদ্দিন মেধা অন্বেষণ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ত্রিশালের কৃতি সন্তান দেশবরেণ্য প্রকৌশলী মানবতা ও শিক্ষা অন্বেষণে ফেরিওয়ালা জনাব জয়নাল আবদিন।
মোক্ষপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ৩০ জন কৃতি ছাত্রীদেরকে এ বৃত্তি প্রদান করা হয়। স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এটিএম মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সাবেক সেনা সদস্য আব্দুল কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি , সময় ও কঠিন জীবনের সাথে লড়াই করে বেড়ে ওঠা ও বর্তমান নিজ জীবনের অবস্থার বর্ণনাদিয়ে ছাত্র-ছাত্রীদেরকে সুন্দর জীবন গড়তে উদ্বুদ্ধ করেন।