রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসিসহ দেশের বিভিন্ন দপ্তরে একক আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ।
আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের রেললাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে এখন সব ট্রেন রাজশাহী স্টেশন ও হরিয়ান স্টেশনে আটকা আছে। এ আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের সকল প্রকার সেল, সংস্কার কমিশন, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিচালিত হচ্ছে। আমরা একটি ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ। আবু সাঈদ, ওয়াসিম তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশের জন্য শহীদ হননি। বিপ্লবের সাত মাস পরেও যদি বাংলাদেশ এভাবে চলতে থাকে তাহলে আমরা উত্তরবঙ্গ থেকে কঠিন থেকে কঠিনতর জবাব দেবো।
শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রেললাইন অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।