হোমনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, শনিবার রাতে বড় ঘারমোড়া গ্রামে বিলাল হোসেন নামে এক যুবককে জবাই করে সড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, কি কারণে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।