ময়মনসিংহ , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মোদি ও ইউনূসের মধ্যে বৈঠকের অনুরোধ নিয়ে কি বললেন জয়শঙ্কর

মোদি ও ইউনূসের মধ্যে বৈঠকের অনুরোধ নিয়ে কি বললেন জয়শঙ্কর ?

আগামী এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থার (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক আয়োজনে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে এবার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে তিনি বলেন, বৈঠকের বিষয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এ বছরের প্রথম ওই বৈঠক শনিবার (২২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কয়েকজন সংসদ সদস্য ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়’ উদ্বেগ জানান। এসব ঘটনায় ভারত কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে জানতে চান তারা।

সূত্রগুলো বলেছে, জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে, হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর কারণ রাজনৈতিক, সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে নয়।

সূত্র বলেছে, জয়শঙ্কর ইঙ্গিত দেন, ব্যাংককে আগামী ২-৪ এপ্রিল অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন। তবে তার সফরের বিষয়টি বৈঠকে নিশ্চিত করেননি তিনি।

 

প্রসঙ্গত, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য বাংলাদেশ গত বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সে সময় তাদের বৈঠক হয়নি। এবার ব্যাংককে বৈঠক হলে এটিই হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

মোদি ও ইউনূসের মধ্যে বৈঠকের অনুরোধ নিয়ে কি বললেন জয়শঙ্কর

আপডেট সময় ০২:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

মোদি ও ইউনূসের মধ্যে বৈঠকের অনুরোধ নিয়ে কি বললেন জয়শঙ্কর ?

আগামী এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থার (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক আয়োজনে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে এবার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে তিনি বলেন, বৈঠকের বিষয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এ বছরের প্রথম ওই বৈঠক শনিবার (২২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কয়েকজন সংসদ সদস্য ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়’ উদ্বেগ জানান। এসব ঘটনায় ভারত কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে জানতে চান তারা।

সূত্রগুলো বলেছে, জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে, হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর কারণ রাজনৈতিক, সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে নয়।

সূত্র বলেছে, জয়শঙ্কর ইঙ্গিত দেন, ব্যাংককে আগামী ২-৪ এপ্রিল অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন। তবে তার সফরের বিষয়টি বৈঠকে নিশ্চিত করেননি তিনি।

 

প্রসঙ্গত, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য বাংলাদেশ গত বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সে সময় তাদের বৈঠক হয়নি। এবার ব্যাংককে বৈঠক হলে এটিই হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।