অনলাইন সংবাদ: গেল বছরটা ভালোই কেটেছে রাধিকার। এ অভিনেত্রী সবচেয়ে বেশি খুশি এমি অ্যাওয়ার্ডসে জুরি সদস্য হওয়ায়। চলতি বছরটাও তাঁর জন্য বিশেষ হতে চলেছে। কারণ এ বছরই অক্ষয় কুমারের সঙ্গে ‘সরফিরা’ ছবিতে দেখা যাবে রাধিকা মদানকে।
এক সাক্ষাৎকারে রাধিকা এমি অ্যাওয়ার্ডসের প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সত্যি বলতে আমি কখনোই কল্পনা করিনি যে এমি অ্যাওয়ার্ডসের জুরি সদস্য হব আমি। শুধু তা–ই নয়, আমি হলাম সবচেয়ে কনিষ্ঠ জুরি সদস্য। তালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আমি ছিলাম জুরি সদস্য। এসবই আমার জন্য খুব মূল্যবান।’
একজন অভিনেত্রী হিসেবে আরও নানা চরিত্রের স্বাদ নিতে চান রাধিকা। তাঁর ভাষ্য, ‘অভিনেত্রী হিসেবে নানা চরিত্রের মাধ্যমে ভিন্ন জীবনের স্বাদ পাই। আমি এ রকমই আরও জীবনের স্বাদ নিতে চাই।’