ধর্ষণবিরোধী নতুন আইন পুরুষদের জন্য বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হোসেন। ২৬ মার্চ একটি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “শারীরিক সম্পর্ক অপরাধ হবে কি না, তা নির্ধারণ করা হচ্ছে বিয়ের ভিত্তিতে। কিন্তু বিয়ের বয়স কত হবে, সেটার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। তাছাড়া, অপরাধী হিসেবে কেবলমাত্র পুরুষদেরকেই টার্গেট করা হচ্ছে, যা স্পষ্ট লিঙ্গবৈষম্য।”
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের আইন পর্যালোচনা করলে দেখা যায়, এ ধরনের অদ্ভুত আইন খুব কম দেশেই আছে। ভারতের নাঈম ভার্সেস স্টেট মামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে এক বিবাহিত নারী অভিযোগ করেন যে এক ব্যক্তি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছেন। প্রথমে অভিযুক্ত ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড দেওয়া হলেও হাইকোর্ট সেটি কমিয়ে ৭ বছর করে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দেন যে এটি ধর্ষণ নয়, কারণ ভুক্তভোগী প্রাপ্তবয়স্ক ছিলেন এবং নিজেই সম্মত হয়ে সম্পর্কে জড়িয়েছিলেন।
তিনি আরও বলেন, “আমরা চাই, এই ধরনের মিথ্যা মামলার বিরুদ্ধে কণ্ঠ তুলতে এবং ন্যায়বিচারের স্বার্থে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে। নতুন আইনে পুরুষদের প্রতি বৈষম্য দূর করা এবং সত্যিকার অর্থে ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”