কিশোর গ্যাংয়ের সদস্যরা বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে । এ ঘটনার জেরে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার (৬ এপ্রিল) বিকেলে শহরের জলেম্বরীতলা জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। এরপর রাত ১২টার দিকে ৫ জনকে আটক করে পুলিশ।
মারধরে আহত সাংবাদিকরা হলেন, ইংরেজি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রধান খোরশেদ আলম ও অনলাইন সংবাদমাধ্যম বগুড়া লাইভের প্রতিনিধি আসাবোদৌলা লিওন। তাদেরকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষনিকভাবে আটকদের নাম জানা যায়নি।
আহত সাংবাদিকরা জানান, বিকেল ৩টার দিকে তারা জলেশ্বরীতলা এলাকায় একটি ফাস্টফুডের দোকানে জুস পান করেন। সেখান থেকে বের হলে ১০-১২ জনের কিশোর গ্যাংয়ের সদস্যরা জানতে চান সাংবাদিকদের বাড়ি কোথায়। বাড়ির ঠিকানা বলা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
সাংবাদিক খোরশেদ আলম বলেন, কোনো কারণ ছাড়াই অতর্কিতভাবে তারা হামলা চালিয়েছে। এসময় তিনি হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দিন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেছেন। ঘটনায় জড়িতদে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। যাচাইবাছাইয়ের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।