শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সালমান কবীর নামের এক যুবক থানায় জিডি করতে গেলে তার কাছ থেকে এই টাকা আদায় করা হয়।
সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ওই টাকা নেন বলে অভিযোগ তোলেন সালমান কবীর। ভুক্তভোগী যুবক সালমান কবীর বলেন, শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি, ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়।
তিনি অভিযোগ করে বলেন, ‘এরপর এ এস আই মাহফুজুর রহমান বলেন তাহলে পল্টন চলে যান, এখানে হবে না। পরে জিডিটা করার জন্য তাকে অনুরোধ করি। তিনি জবাব দেন, দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান। পরে থানার পাশের একটি দোকান থেকে ১ হাজার ২০০ টাকায় তিন প্যাকেট সিগারেট কিনে দিই।’
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা না বোঝার কথা বলে তার বিরুদ্ধে আনা অভিযোগ এড়িয়ে যান। পরে তিনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এ প্রতিবেদককে থানায় গিয়ে দেখা করতে বলেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, থানায় কোনো কাজ করাতে টাকা লাগে না। আমি ছুটিতে আছি, তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।