উপকূলরক্ষীদের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুর্ঘটনার পর হেলিকপ্টারের পাইলট হিরোশি হামাদা (৬৬), নার্স সাকুরা কুনিতা (২৮) এবং মেকানিক কাজুতো ইয়োশিতাকে পানির মধ্য থেকে উপকূলরক্ষীরা উদ্ধার করেছিল। তারা তিনজন হাইপোথার্মিয়ায় ভুগছিলেন তবে সচেতন ছিলেন।
পরে জাপান এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার নিহতদের মরদেহ উদ্ধার করেন। উদ্ধার অভিযানের অংশ হিসেবে উপকূলরক্ষীরা দুটি বিমান ও তিনটি জাহাজ ওই এলাকায় মোতায়েন করেছে।
কোস্ট গার্ডের মতে, হেলিকপ্টারটি নাগাসাকি প্রিফেকচারের একটি বিমানবন্দর থেকে ফুকুওকার একটি হাসপাতালের দিকে যাচ্ছিল, পথিমধ্যে এটি বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কারণ জানা যায়নি। সোমবার উপকূলরক্ষীরা জানিয়েছেন, দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।