মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৯ জনকে আটক করা হয়েছে। অাজ (৮ এপ্রিল) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের পারলা এলাকা থেকে বিপুল পরিমান বিদেশী ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। তাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
মাগুরা মহম্মদপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু, মাগুরা সদরের অধিনায়ক মেজর সাফিন আল সাইফ পলক ও ক্যাপ্টেন রাফিউল আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মাগুরা চেম্বার অব কমার্স ইন্ডাজট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ হাসান খানসহ ৯ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, দুইটি ওয়ান শুটারগান, একটি এয়ারগান, দুইটি চাইনিজ কুড়াল, ছয়টি চাপাতি, দুই বোতল মদ, গুলি, ১১টি মোবাইল ও নগদ এক লাখ ৪৫ হাজার টাকা পাওয়া যায়। অভিযানে আটকদেরদের জব্দ করা মালামালসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।