ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না বললেন সালাহউদ্দিন কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে বললেন শিক্ষা সচিব বিএনপি কৃষকদের হাতকে শক্তিশালী করবে বললেন তারেক রহমান শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বললেন শিক্ষা উপদেষ্টা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দুপুরে চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ সোহরাওয়ার্দী হাসপাতালে , কর্মবিরতিতে নার্সরা কুড়িগ্রামকে ভাওয়াইয়া সুরে ইত্যাদি মাতালো ১১ বোর্ডে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৬৯ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না এইচএসসিতে ঢাকা বোর্ড পাসের হারে এগিয়ে , পিছিয়ে কুমিল্লা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকায় হচ্ছে গ্লোবাল এডুকেশন রোডম্যাপ শিক্ষা মেলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

দেশের বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল এডুকেশন রোডম্যাপ ২০২৫’।  রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজন করা হয় এই শিক্ষা মেলার। 

আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এ মেলার আয়োজন করে বাংলায় আইইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টার-বিআইআইসি।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইআইসি এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ হোসেন।  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের ইউনিভার্সিটি অব হোলের মিস বাইবা ক্রিয়েভানে, যুক্তরাজ্যের লিডস বিকেড ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডেভারাল ক্যাপস।

মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।  আগত শিক্ষার্থীরা তাদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিক মূল্যায়ন ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যেমন—ভর্তির যোগ্যতা, কোর্স নির্বাচন, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া, এবং ভবিষ্যত ক্যারিয়ার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শদাতাদের সহায়তা পান শিক্ষা মেলায় অংশগ্রহণকারীরা।

বিআইআইসি জানায়, বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের সুযোগ করে দিতে এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত করে তুলতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে এ ধরনের মেলার আয়োজন করে যাচ্ছে।

বিআইআইসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ হোসেন বলেন, ‘আমাদের এই এক্সপোর মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশের শিক্ষার্থীদের সঠিক ও বাস্তবভিত্তিক উচ্চশিক্ষার তথ্য প্রদান করা, যাতে তারা ভুয়া এজেন্ট, বিভ্রান্তিকর পরামর্শ এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ গড়বে—এটাই আমাদের বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষা পরামর্শদান এখন আর শুধুমাত্র ভিসা প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আজ একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্ল্যাটফর্ম—যেখানে একজন শিক্ষার্থী জানতে পারে কোন কোর্স তার জন্য উপযুক্ত, কোন দেশ তার স্বপ্ন পূরণের জন্য বাস্তবসম্মত, এবং কীভাবে সে একাডেমিক ও পেশাগতভাবে নিজেকে গড়ে তুলতে পারে।’

পুরো আয়োজন জুড়ে আয়োজক ও শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনসাধারনের প্রতি সমর্থন জানিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এছাড়া ফেস্টিভাল শেষে সবাই মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না বললেন সালাহউদ্দিন

ঢাকায় হচ্ছে গ্লোবাল এডুকেশন রোডম্যাপ শিক্ষা মেলা

আপডেট সময় ১২:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

দেশের বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল এডুকেশন রোডম্যাপ ২০২৫’।  রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজন করা হয় এই শিক্ষা মেলার। 

আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এ মেলার আয়োজন করে বাংলায় আইইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টার-বিআইআইসি।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইআইসি এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ হোসেন।  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের ইউনিভার্সিটি অব হোলের মিস বাইবা ক্রিয়েভানে, যুক্তরাজ্যের লিডস বিকেড ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডেভারাল ক্যাপস।

মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।  আগত শিক্ষার্থীরা তাদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিক মূল্যায়ন ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যেমন—ভর্তির যোগ্যতা, কোর্স নির্বাচন, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া, এবং ভবিষ্যত ক্যারিয়ার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন পরামর্শদাতাদের সহায়তা পান শিক্ষা মেলায় অংশগ্রহণকারীরা।

বিআইআইসি জানায়, বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের সুযোগ করে দিতে এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত করে তুলতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে এ ধরনের মেলার আয়োজন করে যাচ্ছে।

বিআইআইসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাশেদ হোসেন বলেন, ‘আমাদের এই এক্সপোর মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশের শিক্ষার্থীদের সঠিক ও বাস্তবভিত্তিক উচ্চশিক্ষার তথ্য প্রদান করা, যাতে তারা ভুয়া এজেন্ট, বিভ্রান্তিকর পরামর্শ এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ গড়বে—এটাই আমাদের বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষা পরামর্শদান এখন আর শুধুমাত্র ভিসা প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আজ একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্ল্যাটফর্ম—যেখানে একজন শিক্ষার্থী জানতে পারে কোন কোর্স তার জন্য উপযুক্ত, কোন দেশ তার স্বপ্ন পূরণের জন্য বাস্তবসম্মত, এবং কীভাবে সে একাডেমিক ও পেশাগতভাবে নিজেকে গড়ে তুলতে পারে।’

পুরো আয়োজন জুড়ে আয়োজক ও শিক্ষার্থীরা ফিলিস্তিনের জনসাধারনের প্রতি সমর্থন জানিয়ে নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এছাড়া ফেস্টিভাল শেষে সবাই মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন।