ময়মনসিংহ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল হেফাজতে নেয়ার সময় দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের কালিতলা মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। বর্তমানে তারা শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস আলী জানান, রাতে একটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কর্মকর্তারা। সেখানে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক নারী ও পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নিতে গেলে আহতদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, আহত পুলিশ সদস্যরা এখন আশঙ্কামুক্ত। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেট সময় ০১:১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল হেফাজতে নেয়ার সময় দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের কালিতলা মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। বর্তমানে তারা শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস আলী জানান, রাতে একটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কর্মকর্তারা। সেখানে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক নারী ও পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নিতে গেলে আহতদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, আহত পুলিশ সদস্যরা এখন আশঙ্কামুক্ত। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।