জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন একটি বেসরকারি টেলিভিশন টকশোতে বলেছেন বলেছেন, চারুকলাসহ দেশের সকল প্রতিষ্ঠান আ’লীগ ফ্যাসিজম কায়েমে ব্যবহার করেছিল। আওয়ামীলীগ তো অত্যন্ত জুলুমকারী একটি দল। তাকে প্রতিদিন অনেক অন্যায় করতে হয়েছে, অনেক অপরাধ করতে হয়েছে। এই অন্যায়কে ঢাকার জন্য, এগুলোকে সুগার কোড করার জন্য চারুকলা এবং ছায়া নোট এর মত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছিল আওয়ামীলীগ। অন্যান্য যে শিল্প এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকেও আওয়ামীলীগ নিজেদের অপরাধ ঢাকার জন্য ব্যবহার করেছে। তবে এর মানে এই নয় যে প্রতিষ্ঠানগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, তাহলে এগুলো আবার জনগণের প্রতিষ্ঠানে পরিণত হবে।
সামান্তা শারমিন আরও বলেন, এসব প্রতিষ্ঠান সংস্কারের মাধ্যমে জনগণের সেবায় ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, “এই অন্যায়কে ঢাকার জন্য, এগুলোকে সুগার কোড করার জন্য চারুকলা এবং ছায়া নোট এর মত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছিল আওয়ামী লীগ।” তবে, তিনি উল্লেখ করেন যে, এসব প্রতিষ্ঠানকে সংস্কার করে জনগণের সেবায় ফিরিয়ে আনা সম্ভব, এবং এর মাধ্যমে এগুলো আবার জনগণের প্রতিষ্ঠানে পরিণত হবে।
জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা তরুণদের নেতৃত্বে তৈরি হয়েছে। তারা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করছে। তাদের মতে, ফ্যাসিবাদ একটি সরকার নয়, এটি একটি ব্যবস্থা যা বিভিন্ন আইন, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক-অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে। তারা এই ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করছে।