ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই বললেন শিশির মনির আসছে অবশেষে শিরোনামহীনের ‘এই অবেলায় ২’ ৫ লাখ হাঁস-মুরগি নিধন জার্মানিতে চট্টগ্রামে লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়লো ট্রেন, চাপা পড়ে নিহত ১ সন্ধ্যায় আঘাত হানতে পারে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তিশালী, ইসরায়েলের হামলা থামেনি যুদ্ধবিরতির পরও , জ্বলছে মধ্যপ্রাচ্য ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত ৩৭১ জন ফুটবল রেফারি বাজির সঙ্গে জড়িত তুরস্কের ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প তুরস্কে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রাইব্যুনালে দীপু মনি, আনিসুল, সালমান, পলকসহ ১৯ জন

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাদের কঠোর নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আসামিদের হাজিরাকে ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আদালত চত্বরে জড়ো হন আসামিদের আত্মীয়-স্বজনরাও।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি একই মামলায় ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই শুনানিতে আদালত ২০ এপ্রিল পরবর্তী হাজিরার দিন ধার্য করেছিলেন।

এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা গত বছরের গণআন্দোলন চলাকালে নিরাপরাধ মানুষের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং নিপীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন।

আদালতে এই মামলার শুনানি শুরু হলে দেশজুড়ে এর দৃষ্টান্তমূলক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই বললেন শিশির মনির

ট্রাইব্যুনালে দীপু মনি, আনিসুল, সালমান, পলকসহ ১৯ জন

আপডেট সময় ১২:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাদের কঠোর নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আসামিদের হাজিরাকে ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আদালত চত্বরে জড়ো হন আসামিদের আত্মীয়-স্বজনরাও।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি একই মামলায় ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই শুনানিতে আদালত ২০ এপ্রিল পরবর্তী হাজিরার দিন ধার্য করেছিলেন।

এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা গত বছরের গণআন্দোলন চলাকালে নিরাপরাধ মানুষের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং নিপীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন।

আদালতে এই মামলার শুনানি শুরু হলে দেশজুড়ে এর দৃষ্টান্তমূলক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।