ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে পালিয়ে যাওয়ার দিন কয়েক লাখ মানুষ মেরেও যদি ক্ষমতায় থাকার সুযোগ হতো, শেখ হাসিনা তাই করতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রংপুর মহানগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন তার দায় তার ও তার দলের নেতাকর্মীদের। কারণ তাদের অপকর্ম, স্বৈরাচারী মনোভাব ও ফ্যাসিবাদ কায়েম এত উচ্চাভিলাষী পর্যায়ে চলে গিয়েছিল যে মানুষকে হত্যা করতেও কুণ্ঠাবোধ করেনি।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে পালিয়ে যাওয়ার দিন কয়েক লাখ মানুষকে মেরে যদি শেখ হাসিনার থাকার সুযোগ হত তাহলেও সে সেটাই করত। এমন একজন ঘৃণ্য গণহত্যাকারী ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে নরকে পরিণত করেছে। এত হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ ন্যূনতম কোনো অনুশোচনাবোধ প্রকাশ করেনি। একটা দল কতটা হিংস্র হলে এটি সম্ভব?
শিবির সভাপতি বলেন, যারা এখনো মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ যে নেত্রী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে তারই কথায় আবার পুনর্বাসন ও মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শেখ হাসিনা ফিরে আসার জন্য যে চিন্তা করছে এই প্রজন্মের সঙ্গে লড়াই করে এটা কখনোই সম্ভব হবে না।