মারা গেছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার লুইস গালভান। ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। গালভানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কর্দোভা শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন গালভান। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার।
১৯৭৫ সালে প্রথম আর্জেন্টিনা জাতীয় দলে খেলেন গালভান। ১৯৭৮ বিশ্বকাপে সবকটি ম্যাচেই তিনি খেলেন। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে গড়ে তুলেছিলেন জমাট জুটি।
এরপর ১৯৮২ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। সেবার অবশ্য খুব ভালো করতে পারেনি আর্জেন্টিনা। পরের বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। পেশাদার ফুটবল থেকে অবসরে যান ১৯৮৭ সালে।