ঠাকুরগাঁওয়ে স্থানীয় যুবদল কর্মীদের বিরুদ্ধে পুলিশের হাত থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ।গতকাল বুধবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মোতালেব হোসেন ও এএসআই মাইদুল ইসলাম একটি অভিযানে চালিয়ে ওই এলাকার আরাজী পাইকপাড়া গ্রামের শাহজাহান নামের এক আসামিকে গ্রেপ্তার করেন। ঠিক সেই মুহূর্তে স্থানীয় যুবদল কর্মী মো. তরিকুল ইসলাম ও মো. সজলসহ আরও কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর চড়াও হন। তারা পুলিশ সদস্যদের থেকে গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিয়ে যান।
এ বিষয়ে রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসান মো. আব্দুল হান্নান (হান্নু) জানান, তিনি আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি শুনেছেন এবং জানতে পেরেছেন যে হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়ে আসামিকে ছিনিয়ে নিয়েছে।
রহিমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার ইসলাম জানান, যারা এই ঘটনায় জড়িত তারা যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত। খুব শিগগিরই তাদের দল থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু করা হবে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানা যায়, চেক জালিয়াতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। সেই মামলাগুলোর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল। গ্রেপ্তারের পরই এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান বলেন, অভিযানে পুলিশের সদস্য সংখ্যা কম থাকার কারণে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। পর্যাপ্ত পুলিশ সদস্য থাকলে আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেত না। আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি এবং আশা করি খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।