ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজ শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে আগামী ১৮ মে ২০২৫ তারিখ থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. বশির উদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ শহরের টাউন হল মোড় (২নং গেইট) থেকে সকাল ৮টায় একটি বাস কলেজের উদ্দেশে ছেড়ে যাবে। এই রুটে বাসটি কাঁচিঝুলি, পুলিশলাইন, কাঠগোলা বাজার, খাগডহর, ঘুন্টি, মাইজবাড়ী, বেগুনবাড়ী মোড়, মনতলা, সত্রাশিয়া ও মুক্তাগাছা হয়ে কলেজে পৌঁছাবে।
অন্যদিকে, গাবতলী ডিগ্রি কলেজের সামনে থেকে সকাল ৯টা ১৫ মিনিটে আরেকটি বাস ছাড়বে, যা কালীবাড়ি বাজার, রামচন্দ্রপুর, বেচুখালী বাজার, লেংড়ার বাজার ও ভাবকীর মোড় হয়ে কলেজে পৌঁছাবে। কলেজ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ইউনিফর্ম পরিধান এবং পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদেরও অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নিয়মতান্ত্রিক করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কলেজের ওয়েবসাইটে (www.gsscollege.gov.bd) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।