ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছেন । তিনি বলেন, গাজার পুরোটাই ইসরায়েল নিয়ন্ত্রণ করবে।
গতকাল সোমবার (১৯ মে) এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, গাজায় এখনো ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হাতে ৫৮ জন জিম্মি রয়েছেন। তাদের মুক্তি এবং হামাসের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনই ইসরায়েলের লক্ষ্য। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল গাজার পুরো অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার একটি নতুন সামরিক অভিযান শুরু করেছে। সোমবার তারা দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দাদের উপকূলে সরিয়ে যেতে সতর্ক করেছে। এলাকাটিতে “অভূতপূর্ব হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।
ইসরায়েল দাবি করেছে, গাজায় প্রবেশ করা সহায়তা হামাস চুরি করছে। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যসহ একাধিক ইউরোপীয় দেশ গাজার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে অভিহিত করেছে।
জাতিসংঘ বহুদিন ধরেই বলছে, গাজায় প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক ত্রাণ ও পণ্য প্রবেশের প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যানুসারে, গাজায় প্রবেশের জন্য এখনও ১ লাখ ১৬ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যপণ্য অপেক্ষায় রয়েছে। এ খাদ্য সহায়তা এক মিলিয়ন মানুষের চার মাসের জন্য যথেষ্ট।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার মাত্র ৫টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ বলছে, ৯টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার ‘সমুদ্রে এক ফোঁটা’ হিসেবে বর্ণনা করেছেন।