(চরফ্যাশন উপজেলা প্রতিনিধি)
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুরে ৪নং ওয়ার্ডে বসত বাড়ির ভিতর সাংবাদিক মোঃ মামুন হোসেনের ওপর অতর্কিত হামলা করেছে স্থানীয় শওকত আলী,মোঃ মাজেদ একদল সন্ত্রাসী বাহিনী।
মঙ্গলবার (৯ই এপ্রিল) উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৪ওয়ার্ডের জমদার বাড়ীর সুপারি বাগানের ভিতর এ ঘটনা ঘটে। এঘটনায় সাংবাদিক মোঃমামুন বাদী হয়ে ২ জনকে আসামী করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাংবাদিক মোঃমামুন জানান,মঙ্গলবার(০৯ এপ্রিল) জমাদার বাড়ীতে সুপারির খোলকে কেন্দ্র করে অশ্লীল ভাষায় গালিগালাজ করার প্রেক্ষাপটে সাংবাদিক মোঃমামুন বাধা দেওয়ায় বাড়ীর ভিতর উপস্থিত মানুষের সামনে মোঃশওকত আলী, মোঃমাজেদ সহআমার ওপর অতর্কিত হামলা করে। পরে বাড়ীর লোকজন আমাকে তাদের মারধরের হাত থেকে রক্ষা করে। তার কিছুক্ষন পর আবার লাঠি-সোটা নিয়ে আমাদের ঘরের সামনে গিয়ে বলে বের হও তোমাদেরকে মেরে ফেলবো। মোঃমাজেদ দেশীয় অস্ত্র নিয়ে আমার মা কে কুপিয়ে জখম করার জন্য তার দিকে এগিয়ে আসে। আমাদের পরিবারের লোকজনদের ওপর বড় ধরনের হামলা করবে বলে হুমকি প্রদান করে। পরে আমার মা কে পরিবারের লোকজন আহত অবস্থায় চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শায়লা আমিন এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আমি বাদী হয়ে দুলারহাট থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
মঙ্গলবার(০৯ এপ্রিল) সকাল ১২ টায় দুলার হাট থানার এসআই আতিকুল ইসলাম ঘটনাস্থল তদন্ত করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযোগ টি সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে দুলারহাট থানার ওসি মাসুদুর রহমান মুরাদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগটির সত্যতা নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।