বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
আজ বুধবার (৪ জুন) বেসরকারি এক টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন ফারুক ই আজম।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, আর মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারে কর্মকর্তা, কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।
ফারুক ই আজম আরও বলেন, প্রঙ্গাপণে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।
এরআগে, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিব নগর সরকার এবং সেই সরকারের স্বীকৃত বাহিনী মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভূক্ত হবে। গতকাল রাত ১১টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।

ডিজিটাল রিপোর্ট 
























