গাজীপুরের টঙ্গীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের পাঁচজন কর্মীকে গ্রেফতার করেছে গাজীপুর থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আজ ২৫/০৪/২০২৪ ইং (বৃহস্পতিবার) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, টঙ্গীর আরিচপুর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস (৪৫), একই এলাকার মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী (৫৪), মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল হাই (৫৩), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরণী খণ্ড গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে আলমগীর হোসেন (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হযরত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)।
এ বিষয়ে ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে ওই পাঁচজন জামায়াত কর্মী টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাদের আটক করে থানায় আনা হয়। রাতে জিজ্ঞাসাবাদে তাঁরা নাশকতার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে।

Md. Raduan Ahammed 




















