হারুন আহমেদ, গোয়াইনঘাট :
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার ফলাফল বিপর্যয় ঘটেছে। গতবারের চেয়ে জিপিএ-৫ উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা ও কমেছে পাশের হার।
গোয়াইনঘাট উপজেলায় ৫৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০৭৮জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১৮৬৭ জন পরীক্ষার্থী ও অকৃতকার্য হয়েছেন ১২১১ জন শিক্ষার্থী। উপজেলার এসএসসি পরীক্ষার পাসের হার ৬০.৬৭। সার্বিক ফলাফলের দিক থেকে লামনি প্রগতি উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে শীর্ষস্থান দখল করেছে। এ প্রতিষ্ঠান থেকে ১৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন ও ১জন জিপিএ-৫ পেয়েছেন।ফলাফল বিপর্যয় ঘটেছে পিয়াইংগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ে । এ প্রতিষ্ঠান থেকে ১৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন মাত্র ৪৫ জন।
জিপিএ ৫ পান ১ জন শিক্ষার্থী।অপরদিকে এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এসএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষজনক না হওয়ার কারনে অনেকে দায়ী করছেন, বেশিরভাগ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সিলেট শহরে বসবাসের কারণ। সময়মতো অনেক প্রধান শিক্ষক স্কুলে না আসায় ও শিক্ষকদের পাঠদানে তদারকি না করার কারণ। আবার ফলাফল বিপর্যয়ে অভিবাবকদের গাফিলাতি রয়েছে বলে অনেকে মনে করেন।
আরো পড়ুন……