টাঙ্গাইলের বাসাইলে হাবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তিনজন আটক করেছেন প্রিজাইডিং অফিসার। বুধবার (৫ জুন) বিকেল পৌঁনে ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো আব্দুল্লাহ, রিদওয়ান এবং সিয়াম মিয়া। তারা সবাই প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।শেষ সময়ে কেন্দ্রে জাল ভোট এবং তাদের আটকের ঘটনায় কেন্দ্রের সামনে হট্টগোলের সৃষ্টি হয়।
জাল ভোট দিতে এসে শেষ সময়ে আটক ৩
প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান আটকৃতরা আগে ভোট দিয়েছিল। পরে বিকেল সাড়ে ৩টার পর ভোট দিতে আসলে যাচাই বাছাই করে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷এ ছাড়া সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।চলছে গণনা। রাতে বেসরকারি ফল ঘোষণা করবে সংশ্লিষ্টরা।