বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান তারাকে এক বিশাল গণসংবর্ধনার মাধ্যমে বরণ করে নিল নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নালিতাবাড়ীর ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত পরিবেশ, ব্যাপক উপস্থিতি এবং ফজলুর রহমান তারার প্রতি অকুণ্ঠ ভালোবাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কামরুল ইসলাম। মো. ফজলুর রহমান তারাকে তার বক্তব্যে বলেন, “বিএনপি নেতাকর্মীদের এই ঐক্য ও উদ্দীপনা প্রমাণ করে, আমাদের শেরপুরে সংগঠন এখন অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। ফজলুর রহমান তারার নেতৃত্বে আমরা আগামীর আন্দোলন-সংগ্রামে আরও দৃঢ় হবো।”
অনুষ্ঠানে . মো. ফজলুর রহমান তারা বলেন, “জনতার ভালোবাসাই আমার শক্তি। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করবো।”
মো. ফজলুর রহমান তারাকে আরও বলেন, “নালিতাবাড়ীর প্রতিটি ইউনিয়নে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নেতাকর্মীদের ঐক্যই বিএনপির মূল শক্তি। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।”
গণসংবর্ধনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল বিএনপির শক্তি ও জনপ্রিয়তার এক অনন্য দৃষ্টান্ত।