বাংলাদেশ সেনাবাহিনী ৮৬তম বিএমএ লং কোর্সের (এএমসি) জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় মেডিকেল কর্পস ও ডেন্টাল কর্পস-এ অফিসার হিসেবে ক্যাডেট নেওয়া হবে। পদটির জন্য নির্ধারিত বয়স, শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ০৯ আগস্ট ২০২৫ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী কোর্সের নাম: ৮৬তম বিএমএ লং কোর্স (এএমসি) চাকরির ধরন: স্থায়ী (সরকারি চাকরি) কর্মক্ষেত্র: বাংলাদেশ সেনাবাহিনী প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
* আর্মি মেডিকেল কোর (এএমসি)– এমবিবিএস ডিগ্রিধারী – আর্মি ডেন্টাল কোর (এডিসি)– বিডিএস ডিগ্রিধারী
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপসহ এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বিডিএস প্রার্থীদের জন্য ইন্টার্নশিপ সম্পন্ন আবশ্যক।
শারীরিক যোগ্যতা:
– পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৪ কেজি এবং বক্ষের মাপ ৩০-৩২ ইঞ্চি। – নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বক্ষের মাপ ২৮-৩০ ইঞ্চি।
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ২৮ বছর (বিবাহিত/অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন)।
সুবিধাসমূহ:
– চাকরির পাশাপাশি সেনাবাহিনীর সব সুযোগ-সুবিধা প্রাপ্তি – জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ – আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ – প্রফেশনাল ক্যারিয়ার ও উচ্চতর শিক্ষার সুযোগ
আবেদন যেভাবে করবেন:
– অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এই লিঙ্কে। – আবেদনের জন্য ফি প্রদান করতে হবে (টেলিটক/বিকাশ/নগদ/রকেট ইত্যাদি) – আবেদন প্রক্রিয়ায় প্রার্থীদের লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের শেষ সময়: ০৯ আগস্ট ২০২৫