পাবনার আটঘরিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংষর্ষে মেহেদি হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্য হয়েছে। এতে অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নওগাঁ জেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাটমোহর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশা আটঘরিয়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি সংষর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেহেদী হাসানকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। তাছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আটঘরিয়া থানার এসআই মো. আশিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখান থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও নছিমন উদ্ধার করা হয়েছে। তবে গাড়ি দুটির চালক পালিয়ে গেছে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।