বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনভর্তি করে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে যেসব ট্রেন কমলাপুরে এসে পৌঁছেছে সেগুলোর সবকটিতেই জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
নেতাকর্মীরা ঢাকায় আসতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, বিগত সরকারের দমনপীড়নের কারণে জামায়াত দীর্ঘদিন এমন সমাবেশ আয়োজন করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর এই সুযোগ তৈরি হয়েছে। তাই দলীয় নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক জনসমাগম করার লক্ষ্যে তারা সমাবেশে এসেছেন।
কুমিল্লা থেকে আসা ইয়াসিন আহম্মদ বলেন, আমরা ৫০ জনের একটা দল এসেছি। আসার সময় নিজেদের প্রয়োজনীয় পানির বোতল, চিড়া, বিস্কুট এনেছি। আশা করছি আমাদের সমাবেশ সফল হবে।
এদিকে শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। মিছিলে সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা। মেট্রোরেলেও জামায়াতের নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।
দলটির নেতাকর্মীরা জানিয়েছেন, স্বাধীনতা-উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ, নৌপথ ও সড়কপথে নানা পদক্ষেপ নিয়েছে দলটি।