বিএনপির সভায় উপজেলা বিএনপির আহ্বায়কের ছবি না থাকায় দলের অফিসে হামলার অভিযোগ উঠেছে একই দলের নেতাকর্মীর বিরুদ্ধে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে এই ঘটনা ঘটে। হামলার অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব জিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে কাদৈর বাজারে দলীয় মিটিং ছিল। শুভপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মতিন মেম্বারের নেতৃত্বে কয়েকজন কাদৈর বাজারস্থ বিএনপির অফিসে হামলা করে মিটিং পণ্ড করে দেয়। অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলে তারা।
তবে শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিন মেম্বার বলেন, দলের নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগিয়ে প্রোগ্রামের আয়োজন করা হয়। ব্যানারে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাই কামরুল ছবি না থাকার বিষয়টি নিয়ে একটু কথা সমস্যা হয়েছে। বড় কিছু না।
হামলার বিষয়ে রাতে উপজেলা বিএনপি আহ্বায়ক কামরুল হুদা বলেন, শুক্রবার উপজেলার কয়েকটি ইউনিয়নে জেলার নেতাদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পারছি না।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি’র দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুনেছি ব্যানার নিয়ে সমস্যা। কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।