ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ।
এরই অংশ হিসেবে আগামী ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার জরুরি সভা ডেকেছে সংগঠনটি।
গতকাল রবিবার (২৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগর ইউনিটের সুপার ফাইভের নেতাদের জরুরি সভা আগামী ২৯ জুলাই দুপুর ২টায় ভাসানী ভবনে অনুষ্ঠিত হবে।
একই স্থানে ওইদিন বিকেল ৪টায় সারাদেশের সব জেলা ও মহানগর (ঢাকা বিভাগ ব্যতীত) ইউনিটের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে।