ময়মনসিংহ , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

একইদিনে নারী-শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার ময়মনসিংহে

ময়মনসিংহে জেলা সদর, ত্রিশাল, ভালুকা, নান্দাইল, গফরগাঁও থেকে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া শীতলক্ষ্যা নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ঘটনাগুলোর মধ্যে রয়েছে পানিতে ডুবে শিশু মৃত্যু, ভবন থেকে পড়ে নারী মৃত্যু, আত্মহত্যা, দুর্ঘটনাজনিত শ্রমিক মৃত্যু ও পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার।

বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীতে বৃষ্টির সময় পুকুরে গোসলে নেমে আবু হুরায়রা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কোনাচিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।

১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, ফরিদা ইয়াসমিন নামের ওই নারী ফ্ল্যাটে একাই থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের নিজকল্পা এলাকায়। তার সন্তানেরা দেশের বাইরে থাকেন। ওই নারী অসু্স্থ অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

ত্রিশাল

জেলার ত্রিশালে রতন চন্দ্র দাস (২৬) নামে এক পোশাক শ্রমিকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কালীর বাজার রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, স্থানীয়দের খবর পেয়ে সকালে কালীর বাজার রেলক্রসিং সংলগ্ন ধানক্ষেত থেকে রতন চন্দ্র সাহার মরদেহ উদ্ধার করা হয়। ট্রেন থেকে পড়লে মানুষ যেমন আঘাত পায়, ঠিক তেমনি তার একটি হাত ভাঙা এবং কপালের চামড়া উঠে গেছে। তার পকেটে থাকা আইডি দেখে জানা গেছে, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

ভালুকা

জেলার ভালুকায় তালগাছের মরাডাল কাটতে গিয়ে ফিরোজ মিয়া (৫৫) নামে এক শ্রমিকের গাছেই মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত গুঞ্জন আলী সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাচিনা গ্রামের জয়নাল আবেদীন ওরফে বুলবুল তার পুকুর পাড়ের তাল গাছের ডাল পরিষ্কার করার জন্য দৈনিক চুক্তিতে ফিরোজ মিয়াকে কাজে লাগান। বেলা সাড়ে ১২টার সময় ফিরোজ মিয়া তালগাছে উঠে গাছের সাথে রশি দিয়ে নিজেকে বেঁধে ডাল কেটে পরিষ্কার শুরু করেন। হঠাৎ তাল গাছের কাটা ডালের একটি ঝোঁপ ফিরোজের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে গাছের ওপরেই ঝুলতে থাকেন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় ফিরোজ মিয়ার মরদেহ উদ্ধার করে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফিরোজ মিয়ার মরদেহটি উদ্ধার করি। পরে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নান্দাইল

জেলার নান্দাইলে বাঁশ ঝাড় থেকে আসমা খাতুন (৪৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় খারুয়া ইউনিয়নের হালিউড়া উত্তরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আসমা খাতুন ওই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসমা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার রাতের কোনো এক সময় পরিবারের অজান্তে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি। সকালে বাড়ির লোকজন আসমাকে ঝুলন্ত দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গফরগাঁও

গফরগাঁও উপজেলায় নৌকা থেকে পড়ে সেলিম (৪২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ সেলিম ত্রিশাল উপজেলার মনোহর চিকনা গ্রামের রিয়া উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার ভালুকা থেকে জিয়ারতের উদ্দেশে নদীপথে ফরিদপুরে কেল্লা শাহের মাজার যাওয়ার সময় গফরগাঁওয়ের শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে দুইজন নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় এক জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে সেলিম।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও সেলিমের সন্ধান পায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ যুবকের সন্ধান এখনও মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

একইদিনে নারী-শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার ময়মনসিংহে

আপডেট সময় ০১:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ময়মনসিংহে জেলা সদর, ত্রিশাল, ভালুকা, নান্দাইল, গফরগাঁও থেকে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া শীতলক্ষ্যা নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ঘটনাগুলোর মধ্যে রয়েছে পানিতে ডুবে শিশু মৃত্যু, ভবন থেকে পড়ে নারী মৃত্যু, আত্মহত্যা, দুর্ঘটনাজনিত শ্রমিক মৃত্যু ও পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার।

বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীতে বৃষ্টির সময় পুকুরে গোসলে নেমে আবু হুরায়রা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কোনাচিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।

১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, ফরিদা ইয়াসমিন নামের ওই নারী ফ্ল্যাটে একাই থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের নিজকল্পা এলাকায়। তার সন্তানেরা দেশের বাইরে থাকেন। ওই নারী অসু্স্থ অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

ত্রিশাল

জেলার ত্রিশালে রতন চন্দ্র দাস (২৬) নামে এক পোশাক শ্রমিকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কালীর বাজার রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, স্থানীয়দের খবর পেয়ে সকালে কালীর বাজার রেলক্রসিং সংলগ্ন ধানক্ষেত থেকে রতন চন্দ্র সাহার মরদেহ উদ্ধার করা হয়। ট্রেন থেকে পড়লে মানুষ যেমন আঘাত পায়, ঠিক তেমনি তার একটি হাত ভাঙা এবং কপালের চামড়া উঠে গেছে। তার পকেটে থাকা আইডি দেখে জানা গেছে, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

ভালুকা

জেলার ভালুকায় তালগাছের মরাডাল কাটতে গিয়ে ফিরোজ মিয়া (৫৫) নামে এক শ্রমিকের গাছেই মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত গুঞ্জন আলী সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাচিনা গ্রামের জয়নাল আবেদীন ওরফে বুলবুল তার পুকুর পাড়ের তাল গাছের ডাল পরিষ্কার করার জন্য দৈনিক চুক্তিতে ফিরোজ মিয়াকে কাজে লাগান। বেলা সাড়ে ১২টার সময় ফিরোজ মিয়া তালগাছে উঠে গাছের সাথে রশি দিয়ে নিজেকে বেঁধে ডাল কেটে পরিষ্কার শুরু করেন। হঠাৎ তাল গাছের কাটা ডালের একটি ঝোঁপ ফিরোজের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে গাছের ওপরেই ঝুলতে থাকেন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় ফিরোজ মিয়ার মরদেহ উদ্ধার করে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফিরোজ মিয়ার মরদেহটি উদ্ধার করি। পরে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নান্দাইল

জেলার নান্দাইলে বাঁশ ঝাড় থেকে আসমা খাতুন (৪৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় খারুয়া ইউনিয়নের হালিউড়া উত্তরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আসমা খাতুন ওই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসমা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার রাতের কোনো এক সময় পরিবারের অজান্তে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি। সকালে বাড়ির লোকজন আসমাকে ঝুলন্ত দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গফরগাঁও

গফরগাঁও উপজেলায় নৌকা থেকে পড়ে সেলিম (৪২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ সেলিম ত্রিশাল উপজেলার মনোহর চিকনা গ্রামের রিয়া উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার ভালুকা থেকে জিয়ারতের উদ্দেশে নদীপথে ফরিদপুরে কেল্লা শাহের মাজার যাওয়ার সময় গফরগাঁওয়ের শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে দুইজন নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় এক জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে সেলিম।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও সেলিমের সন্ধান পায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ যুবকের সন্ধান এখনও মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।