রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নে দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে গণঅনশন কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টা পেরিয়েছে শিক্ষার্থীদের অনশন।
আজ রোববার (১৭ আগস্ট) জেলার শাহজাদপুর উপজেলার দিলরুবায় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন-৩ এর সামনে দেখা যায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।গণঅনশন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক, রেলপথ ও যমুনা সেতু অবরোধ করা হয়। এতে জনগণের ভোগান্তি হয়েছে। আমরা আর জনসাধারণের ভোগান্তি বাড়াতে চাই না, অনশনের মধ্যে দিয়ে নিজেদের জীবন দিয়ে হলেও ক্যাম্পাস আদায় করবো। ১৭ আগস্ট একনেক সভায় ডিপিপি অনুমোদন না হলে আমরণ অনশন করা হবে।উল্লেখ্য, ১০০ একর জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৫১৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।