মাটিওমানুষ ডেস্ক-
এক মাসের ব্যবধানে ইন্দোনেশিয়ায় অজগরের পেট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হলো আরেক নারীকে। দেশটির পুলিশের পক্ষ থেকে বুধবার (৩ জুলাই) বলা হয়েছে, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ফের ঘটেছে এমন ঘটনা। পুলিশ বলছে, গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ বাচ্চার জন্য ওষুধ কিনতে যান ৩৬ বছর বয়সী সিরিয়াতি। এরপর থেকে তার আর খোঁজ মিলছিল না। তাই পরিবারের সদস্যরা তাকে উদ্ধারে তল্লাশি শুরু করেন।
লাশ হলেন সাপের পেটে অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়ে
এরপর তিনি গ্রামের অনেককে ডাকেন। তারা এসে সাপের পেট কাটে এবং সিরিয়াতির দেহ খুঁজে পাওয়া যায়। এর আগেও গত মাসে সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামে ৩ দিন ধরে নিখোঁজ নারীকে সাপের পেট থেকে উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া গত বছর ইন্দোনেশিয়ার সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার এক কৃষককে আট মিটার দৈর্ঘ্যের অজগর সাপ শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল। এর আগেও ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক নারীকে অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া যায়।

 Reporter Name
																Reporter Name								 















