‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন নিয়ে।একদিন অনলাইন-অফলাইনে প্রচারণা ও বিরতি দিয়ে আজ শুরু হচ্ছে এ কর্মসূচি।
সোমবার (৮ জুলাই) বিকাল ৩টায় ক্যাম্পাসে সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা পুরান ঢাকার বিভিন্ন এলাকা ও মেস থেকে দলে দলে ক্যাম্পাসে জড়ো হচ্ছেন। ক্যাম্পাসের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছেন তাড়া।কেউ বা জাতীয় পতাকা বেঁধে প্রস্তুতি নিচ্ছে।আন্দোলনকারীরা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ভিত্তি করে কোথায় অবস্থান নেওয়া হবে-তার সিদ্ধান্ত নেয়া হবে।
আন্দোলনকারীরা জাবিতে জড়ো হচ্ছেন