মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিঞা, বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা এনামুল ইসলাম, খয়বর হোসেন মন্ডল প্রমুখ।
ব্যক্তিগন বলেন কোটা সংস্কারের বিয়টি রাষ্ট্র ও সরকারের বিবেচনাধীন। কিন্তু এই সুযোগে একটি অপশক্তি মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। যা মুক্তিযোদ্ধাদের আবেগকে আহত করেছে । মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের নির্মম হত্যাযজ্ঞ, মা বোনের সম্ভ্রমহানির ইতিহাস তুলে ধরে বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা সেসময় রণাঙ্গণে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।বীরত্বগাঁথা সেই ছোট করার অধিকার কারো নেই।রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মাটিতে ঘৃণ্য ‘রাজাকার’ পরিচয়দানকারীদের শাস্তি দাবি করেছেন তারা।