ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বৈঠক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

সংগ্রহীত ছবি

অনলাইন সংবাদ-

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (রবিবার) মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে (২৭ জুলাই) শনিবার এক অনুষ্ঠানে মোবাইল ডেটা চালুর বিষয়ে বৈঠকের কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।

রবিবার (২৮ জুলাই) এই বৈঠকের পর কবে থেকে মোবাইল ইন্টারনেট সচল হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।গতকাল শনিবার জুনাইদ আহমেদ পলক জানান, রবিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯.00 টার দিকে ওই এমটবের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ সময় মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক (২৮-২৯ জুলাই ২০২৪) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আজ মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বৈঠক-

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে মহাখালীতে খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে আগুন লাগার ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। সবশেষ গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আজ মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বৈঠক

আপডেট সময় ১০:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

অনলাইন সংবাদ-

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (রবিবার) মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে (২৭ জুলাই) শনিবার এক অনুষ্ঠানে মোবাইল ডেটা চালুর বিষয়ে বৈঠকের কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।

রবিবার (২৮ জুলাই) এই বৈঠকের পর কবে থেকে মোবাইল ইন্টারনেট সচল হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।গতকাল শনিবার জুনাইদ আহমেদ পলক জানান, রবিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯.00 টার দিকে ওই এমটবের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ সময় মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক (২৮-২৯ জুলাই ২০২৪) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আজ মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বৈঠক-

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে মহাখালীতে খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে আগুন লাগার ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। সবশেষ গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।