ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ।
রাতভর নানা অভিযোগ, উৎকণ্ঠার পর বুধবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এছাড়া তৃতীয় সর্বোচ্চ ৪৬৪৫ ভোট পেয়েছেন বাম সমর্থিত প্রার্থী মেঘমল্লার। বৈষম্যবিরোধী প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট। স্বতন্ত্রপ্রার্থী আশিকুর রহমান পেয়েছেন ৭৭ ভোট।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। শুধু জগন্নাথ হল ব্যতীত সবগুলো হলেই বড় ব্যবধানে জয় পান ফরহাদ। জগন্নাথ হলে তিনি পান মাত্র ৫টি ভোট। অন্যদিকে মেঘমল্লার জগন্নাথ হলে পেয়েছেন ১১৭০ ভোট। আর হামীম পেয়েছেন ৩৯৮ ভোট।
ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে।
এদিকে ভিপি পদেও বড় ব্যবধানে জিতেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪০৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫৮ ভোট।