প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এর আগমন ও ৬ অক্টোবর ময়মনসিংহে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিবেন।
০৬ অক্টোবর বিকাল ৩টা, ৬টা ও ৭টায় ময়মনসিংহ সার্কিট হাউজে যথাক্রমে ময়মনসিংহ বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, ময়মনসিংহ পূজা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও ময়মনসিংহ বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী ছাত্র সমন্বয়কদের সাথে এবং বিকাল ৪টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের সাথে মতবিনিময় করবেন।
০৭ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর কর্মকর্তাদের সাথে মতবিনিময়, সকাল ১০টা ৩০ মিনিটে নব-যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (নন-ক্যাডার) ওরিয়েন্টেশন প্রোগ্রামে সনদ বিতরণ এবং সকাল ১১টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ময়মনসিংহ বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।