পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পাবনার বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতাল চলাকালে বেড়া পৌর সদরের দোকানপাট বন্ধ রয়েছে, যানবাহন চলাচলও বন্ধ। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত সীমানা নির্ধারণের প্রজ্ঞাপনে পরিবর্তন আনে নির্বাচন কমিশন। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ করা হয়। আর বেড়া উপজেলাকে পুরোপুরি যুক্ত করা হয় পাবনা-২ আসনের সঙ্গে (সুজানগর ও বেড়া)।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘আমরা ৫০ বছর ধরে সাঁথিয়ার সঙ্গে পাবনা-১ আসনে আছি। অথচ কী কারণে বেড়াকে পাবনা-২-এর সঙ্গে দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। আমরা এটা মানি না। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসন পুনর্বহাল করতে হবে।’
তিনি আরও জানান, দাবি মানা না হলে হরতালের পাশাপাশি সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচিও চলবে।