রাকসু নির্বাচনে ব্যালট নম্বরসহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। রাকসুতে ২৪৭ জন, সিনেটে ৫৮ জন ও হল সংসদে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ জন, এজিএস পদে ১৬ জন, ক্রীড়া সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১০ জন, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৯ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৬ জন, মহিলা বিষয়ক সহকারী সম্পাদক পদে ৮ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন, মিডিয়া প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, সহকারী মিডিয়া প্রকাশনা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৮ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৬ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক পদে ৮ জন, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১২ জন, পরিবেশের সমাজ কল্যাণ সহকারী সম্পাদক পদে ১৬ জন প্রার্থীসহ রাকসুতে ২৪৭ জন প্রার্থী ২৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সিনেটে ৫টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, ১৭ টি হল সংসদে ১৫টি করে পদের বিপরীতে ৫’শ ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। ৯৯০টা বুথ আর মোট কেন্দ্র ১৭ টি। একজন প্রার্থী ও ভোটার ৬টি করে ব্যালট পেপার নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করবে।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানান, রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।