ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ, যা বললেন জামায়াতের নায়েবে আমির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে। এতে তারা নিজেরাই অপমাণিত হয়েছেন। এ ধরনের নেগেটিভ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম‍্যানহাটনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ প্রথম কোনো দেশের অন্তর্বর্তী সরকারের সাথে বিদেশে কোনো অনুষ্ঠানে আসা। সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ আছি এটাই এই সফরের মূল উদ্দেশ্য। আমি ব্যক্তিগতভাবে জাতিসংঘের অনেক অনুষ্ঠানে এসেছি অনেকবার। তবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের সঙ্গী হয়ে আসা এটাই প্রথম। এজন্য ড. ইউসূনকেও ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানাই বলেন জামায়াতের নায়েবে আমির।
 
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতারের ওপর বিমানবন্দরে ডিম ছুড়ে মারা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাহের বলেন, যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনারটি আমি এখানে এসে জানতে পেরেছি। কারণ বিমানবন্দরে থাকা অবস্থায় আমি জানতাম না। কারণ সেখানে অনেক বাংলাদেশি আমাকে সম্মান জানিয়েছেন সুতরাং বাকি কাজটি আমি টের পাইনি।  
 
তিনি বলেন, আমি খুব বিব্রতবোধ করেনি বা নেগেটিভ বোধ করেনি এজন্য যে, বাংলাদেশের এই কালচারটা আগে থেকে হয়ে আসছিল। যখন কোনো সরকার প্রধানরা সফর করেন তখন বিরোধীরা শ্লোগান দেন। আমেরিকা গণতান্ত্রিক দেশ। ১০ থেকে ২০ জন শ্লোগান দিতে পারেন, ডিম মারতে পারেন তবে এটি একটি খারাপ আচরণ নিঃসন্দেহে। তবে ব্যতিক্রমধর্মী কোনো বা হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা না। কারণ ১০ জন এসেও একটা ডিম মেরে দিতে পারে, বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই সংস্কৃতিটা খুব নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাও অপমাণিত হয়েছে। যারা করেছে তারাই ধরা পড়েছে, তারাই বাংলাদেশকে অপমাণিত করেছে।
 
এদিকে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না।
 
আখতার হোসেন বলেন, নিউইয়র্কে বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুংকার দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তারা এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এটাই আওয়ামী লীগের প্রকৃত চরিত্র।
 
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।ি
 
প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ, যা বললেন জামায়াতের নায়েবে আমির

আপডেট সময় ১১:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে। এতে তারা নিজেরাই অপমাণিত হয়েছেন। এ ধরনের নেগেটিভ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম‍্যানহাটনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ প্রথম কোনো দেশের অন্তর্বর্তী সরকারের সাথে বিদেশে কোনো অনুষ্ঠানে আসা। সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ আছি এটাই এই সফরের মূল উদ্দেশ্য। আমি ব্যক্তিগতভাবে জাতিসংঘের অনেক অনুষ্ঠানে এসেছি অনেকবার। তবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের সঙ্গী হয়ে আসা এটাই প্রথম। এজন্য ড. ইউসূনকেও ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানাই বলেন জামায়াতের নায়েবে আমির।
 
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতারের ওপর বিমানবন্দরে ডিম ছুড়ে মারা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাহের বলেন, যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনারটি আমি এখানে এসে জানতে পেরেছি। কারণ বিমানবন্দরে থাকা অবস্থায় আমি জানতাম না। কারণ সেখানে অনেক বাংলাদেশি আমাকে সম্মান জানিয়েছেন সুতরাং বাকি কাজটি আমি টের পাইনি।  
 
তিনি বলেন, আমি খুব বিব্রতবোধ করেনি বা নেগেটিভ বোধ করেনি এজন্য যে, বাংলাদেশের এই কালচারটা আগে থেকে হয়ে আসছিল। যখন কোনো সরকার প্রধানরা সফর করেন তখন বিরোধীরা শ্লোগান দেন। আমেরিকা গণতান্ত্রিক দেশ। ১০ থেকে ২০ জন শ্লোগান দিতে পারেন, ডিম মারতে পারেন তবে এটি একটি খারাপ আচরণ নিঃসন্দেহে। তবে ব্যতিক্রমধর্মী কোনো বা হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা না। কারণ ১০ জন এসেও একটা ডিম মেরে দিতে পারে, বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই সংস্কৃতিটা খুব নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাও অপমাণিত হয়েছে। যারা করেছে তারাই ধরা পড়েছে, তারাই বাংলাদেশকে অপমাণিত করেছে।
 
এদিকে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না।
 
আখতার হোসেন বলেন, নিউইয়র্কে বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুংকার দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তারা এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এটাই আওয়ামী লীগের প্রকৃত চরিত্র।
 
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।ি
 
প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।