‘বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে পৌর ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের চর্চাই আমাদের রাজনীতি। আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, উৎসব সবার। মানুষের কল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আমাদের অঙ্গীকার।