ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বমোট ৯০৭ জন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে চাকসুতে ৪১৫ জন, হল সংসদে ৪৭২ জন এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী সহসভাপতি পদে লড়বেন ২৪ জন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২২ জন প্রার্থী। ইতিমধ্যে বিভিন্ন প্যানেল-এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ বেশ কয়েকটি দল প্রচারণা শুরু করেছে।

আগামীকাল থেকে দুর্গাপূজার ছুটি শুরু হওয়ায় ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে। তবে প্রার্থীরা ছুটির মধ্যেই প্রচারণা চালাচ্ছেন।
 
 নির্বাচন কমিশন জানায়, গত বৃহস্পতিবার ৯৩১ জন মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১৯ জন প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েন। আত্মপক্ষ সমর্থনের পর চূড়ান্তভাবে ৪ জনের মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে ব্যক্তিগত কারণে মঙ্গলবার ও বুধবার দুই দিনে ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। সবমিলিয়ে চূড়ান্ত প্রার্থী দাঁড়িয়েছেন ৯০৭ জন।
 
পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর, বুধবার অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচারণা ও নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য পূর্বনির্ধারিত ১২ অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ১৫ ও ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

আপডেট সময় ০১:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বমোট ৯০৭ জন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে চাকসুতে ৪১৫ জন, হল সংসদে ৪৭২ জন এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী সহসভাপতি পদে লড়বেন ২৪ জন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২২ জন প্রার্থী। ইতিমধ্যে বিভিন্ন প্যানেল-এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ বেশ কয়েকটি দল প্রচারণা শুরু করেছে।

আগামীকাল থেকে দুর্গাপূজার ছুটি শুরু হওয়ায় ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে। তবে প্রার্থীরা ছুটির মধ্যেই প্রচারণা চালাচ্ছেন।
 
 নির্বাচন কমিশন জানায়, গত বৃহস্পতিবার ৯৩১ জন মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১৯ জন প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েন। আত্মপক্ষ সমর্থনের পর চূড়ান্তভাবে ৪ জনের মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে ব্যক্তিগত কারণে মঙ্গলবার ও বুধবার দুই দিনে ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। সবমিলিয়ে চূড়ান্ত প্রার্থী দাঁড়িয়েছেন ৯০৭ জন।
 
পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর, বুধবার অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচারণা ও নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য পূর্বনির্ধারিত ১২ অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ১৫ ও ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে।